Tuesday, September 3, 2019

জলাঞ্জলী

জলের কোল জুড়ে জেগে ছিল আলোর গোলক,
জল ধাঁধায় পরাস্ত ঢেউ আছড়ে পড়ল শুভ্র ফেনায়,
জলের কাদায় গভীরে জমে থাকা উত্তাপে
দগ্ধ বিদ্ধ চূর্ণ দম্ভ ধ্বংসাবশেষ মাড়িয়ে এলাম এক রাতে।

জল জাগে আলোর ডাকে, জল ভোগায় জল ভোগে।
আলো আঁধারি, রক্তচক্ষু, স্নিগ্ধ, বিমূর্ত, বিষণ্ণ, বিরক্ত
আলোক ধাঁধায় ঢেউ জাগে, ভাঙে,
বিলীন হয় মূহুর্তে, মর্ত্যে।

জল তুমি স্বর, আলোর শিকড় – আরেক ঈশ্বর,
গড়াও বিন্দু থেকে তিলে তিলে
জলোচ্ছ্বাসে বিলিয়ে দাও, ছিনিয়ে নাও
বিষণ্ণ মুখ, ঝমঝমে হাসি, বজ্র কণ্ঠ
দাসত্ব, মুক্তি, বন্দীত্ব, নির্লিপ্ত হাসি।

জলের গভীরের ডাকে অশরীরি জাগে গহীন আঁধারে,
জলদ গরল আর অমৃত জলযোগে, উপবাসে,
জোয়ার ভাঁটায় ছেঁড়ে, টানে, জোড়ে,
গড়ে, ডোবায়, ওড়ায়, ওড়ে।

No comments: