Saturday, September 29, 2012

জ্বরের প্রলাপ

তোমার জন্য ভালবাসা সব জমাট কফ হয়ে আটকে আছে বুকের ভেতর,

জ্বরে পোড়ে কপাল, ওঠে পারদ, ফুসফুস শোনে ঋতু বদলের খবর.  
বুক ধরফরায়, নাকে নেই ঘ্রাণ, জিভ তেতো বিস্বাদ  
কপাল ছোয়না তোমার হাত, বিছানায় সারারাত এপাশ ওপাশ. 
সম্বল দুটো ট্যাবলেট, এক মগ তরল, কাচা কলার ঝোল,
সেল ফোন, সুডোকু, অসমাপ্ত অনুবাদ  আর অপরাধবোধ.
ভালবাসার অসুখ ছড়িয়ে পড়েছে সারা শহরে 
আহত, অসুস্থ তুমি আমি এবং আরো অনেকে.
সব ডাক্তারের একই চিকিত্সা তবু হাসপাতালে লম্বা লাইন, 
জানানো হয়নি তাকে গতরাতের সংলাপ,
দীর্ঘ প্রলম্বিত প্রলাপের বিষোদ্গার ও প্রক্ষালন. 
সময়ে অসময়ে ঘাম আর বিবিধ তরল বিছানা ভেজায় 
কফ সিরাপের নেশায় আধো ঘুমে আরো কয়েক দিন পেরোয়.
ঘোরের ঘোড়ার লাগাম হাতছাড়া হয়ে গেছে আজ 
ভালবাসার কফ থুতু ঝেড়ে ফেলাই এখন কাজ. 

Wednesday, September 19, 2012

কিউপিড আজ অমাবস্যার চাঁদ


ভালোবাসা এখন অসুস্থ হৃদপিন্ড
ভেজাল তেল চর্বিতে চোয়ানো পুরু দেয়ালে
অনিয়মিত তার প্রাণের প্রস্রবন।
গভীর ঘুমে জেগে ওঠা অবিশ্বাস হতাশার দরপতন,
আয়নায় রেখে গেছে আশংকার অপরিচিত ছাপ,   
অনির্দিষ্টকালের জন্য বন্ধ অলিন্দ,
খুলছে ভুলের সমীকরণ, অনিদ্রার অভিশাপ।
চামড়া কেটে ঢুকছে তোমার শব্দের যন্ত্রণা
সংখ্যাতিরিক্ত কণিকা গণিকাদের অধিকারে  
আমাদের শিৎকার, উন্মাদনা।
পরিচিত খোলা হাওয়া মেশেনা রক্তে
অলিন্দ নিলয়ের দেখা হয় প্রয়োজনে-অপ্রয়োজনে,
রঙ্গিন তরলেরা খোঁজে জমাট ক্ষোভ অভিমান
স্মৃতি, উদ্বেগে রুগ্ন পেশীরা চায় বিস্মৃতি, বিশ্রাম।
আমি ভুলে যেতে চাই কী ছিল তাদের নাম।