Saturday, September 29, 2012

জ্বরের প্রলাপ

তোমার জন্য ভালবাসা সব জমাট কফ হয়ে আটকে আছে বুকের ভেতর,

জ্বরে পোড়ে কপাল, ওঠে পারদ, ফুসফুস শোনে ঋতু বদলের খবর.  
বুক ধরফরায়, নাকে নেই ঘ্রাণ, জিভ তেতো বিস্বাদ  
কপাল ছোয়না তোমার হাত, বিছানায় সারারাত এপাশ ওপাশ. 
সম্বল দুটো ট্যাবলেট, এক মগ তরল, কাচা কলার ঝোল,
সেল ফোন, সুডোকু, অসমাপ্ত অনুবাদ  আর অপরাধবোধ.
ভালবাসার অসুখ ছড়িয়ে পড়েছে সারা শহরে 
আহত, অসুস্থ তুমি আমি এবং আরো অনেকে.
সব ডাক্তারের একই চিকিত্সা তবু হাসপাতালে লম্বা লাইন, 
জানানো হয়নি তাকে গতরাতের সংলাপ,
দীর্ঘ প্রলম্বিত প্রলাপের বিষোদ্গার ও প্রক্ষালন. 
সময়ে অসময়ে ঘাম আর বিবিধ তরল বিছানা ভেজায় 
কফ সিরাপের নেশায় আধো ঘুমে আরো কয়েক দিন পেরোয়.
ঘোরের ঘোড়ার লাগাম হাতছাড়া হয়ে গেছে আজ 
ভালবাসার কফ থুতু ঝেড়ে ফেলাই এখন কাজ. 

Wednesday, September 19, 2012

কিউপিড আজ অমাবস্যার চাঁদ


ভালোবাসা এখন অসুস্থ হৃদপিন্ড
ভেজাল তেল চর্বিতে চোয়ানো পুরু দেয়ালে
অনিয়মিত তার প্রাণের প্রস্রবন।
গভীর ঘুমে জেগে ওঠা অবিশ্বাস হতাশার দরপতন,
আয়নায় রেখে গেছে আশংকার অপরিচিত ছাপ,   
অনির্দিষ্টকালের জন্য বন্ধ অলিন্দ,
খুলছে ভুলের সমীকরণ, অনিদ্রার অভিশাপ।
চামড়া কেটে ঢুকছে তোমার শব্দের যন্ত্রণা
সংখ্যাতিরিক্ত কণিকা গণিকাদের অধিকারে  
আমাদের শিৎকার, উন্মাদনা।
পরিচিত খোলা হাওয়া মেশেনা রক্তে
অলিন্দ নিলয়ের দেখা হয় প্রয়োজনে-অপ্রয়োজনে,
রঙ্গিন তরলেরা খোঁজে জমাট ক্ষোভ অভিমান
স্মৃতি, উদ্বেগে রুগ্ন পেশীরা চায় বিস্মৃতি, বিশ্রাম।
আমি ভুলে যেতে চাই কী ছিল তাদের নাম।

Wednesday, February 29, 2012

the beginning of happiness is the end of poetry


Words thrive in pain 
in dark circles, ego mania and in death of your reign.
The rings of smoke over liquids of fire,
Blow whistles at the starting line of our worst fear
As race begins between cheating hearts and doubts of my despair.

The love birds choke on affection
The cat strolls around the cage
The creepers pose threats to strangle
The magnificent commands over our brains.
The withered feathers end up in my pillows,
Caesar salad served for breakfast,   
the whipped cream of my labor round the year
rests on the blend of your bitter rage and scare. 
I drink from the bottom to the depths of your ear.
You are happy if I am quiet, not causing a lot of stare.

Discussions never end with spoons full of happy desserts,
Starters and mains forgotten no matter how good they were.
Peaches are bitches, always out of season
to not want to eat them should be all the more reason.

Forks leave scratches on plates and our tongues.
Plastic and papers wrap around convenient take away dinner.
Food doesn't taste good running on dangers of spills
Your after dinner speech starts rumblings in my stomach.
Stop babbling
Muse my words,
I'll scream in my dreams, but you don't have to hear.

A Mosquito's Revenge

There is no god speaking to me right now

I am left here hanging in fences hidden beneath the lights.
I smell my burnt wings, see my crushed belief in disbelief,
As I fail to learn the difference between hope and a death-trap.

My remains are swept off every morning with minimum wage,
Thousands of me, born again anonymous transforming till death.
My flight crashes in blood splatters in your hands in seconds,
in deadly applause that my vocal orchestra draws,
which counts as pleasure of killing (time) for some
or lunch for the slimy creatures in skilful play of curly tongues.

On rare occasions though our unison of revenge
permits a few chosen to strike back,
to carry on our striped wings a thousand year old message,
bites of shiver and a sudden collapse.

The years of observations of cycles of cautions, precautions say
To think of an escape would be just another disappointment.